হিজরি নববর্ষ ১৪৪৫ বরণে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রস্তুতি সভা গতকাল শনিবার নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ্। মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। সভায় বক্তারা বলেন, দেশের যুব তরুণদের এক বড় অংশই আজ বিপথগামী ও দিশেহারা। অনেকে বেরকারত্ব ও কর্মহীন হয়ে হতাশায় নিমজ্জিত। এই সম্ভাবনাময়ী যুব তরুণদের নিয়ে সরকারী বড় কোনো পরিকল্পনা ও উদ্যোগ নেই। বক্তারা বলেন, যুব তরুণদেরকে বিপথগামিতা ও কর্মহীনতার বৃত্ত থেকে বেরিয়ে আনা গেলে তারুণ্যের শক্তিতে দেশকে ভেতর থেকে বদলে দেয়া সম্ভব। সভাপতির বক্তব্যে মাওলানা আশরফ শাহ্ বলেন, সুস্থ নির্মল সংস্কৃতির প্রসার ঘটিয়ে যুব সমাজকে বিপথগামিতা থেকে বাঁচাতে হবে। নৈতিকতাধর্মী সংস্কৃতির প্রসার ঘটাতে হবে। তিনি আগামী ১৯ জুলাই হিজরি নববর্ষ ১৪৪৫ বরণের অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান। সভায় আলোচনায় অংশ নেন, মাওলানা রেজাউল করিম তালুকদার, সৈয়দ মুহাম্মদ হোসাইন, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, পীরজাদা মাওলানা এয়ার মোহাম্মদ পিয়ারু, ইঞ্জিনিয়ার নূর হোসাইন, নাছির উদ্দিন মাহমুদ, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, আ ব ম খোরশিদ আলম খান, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ আলী হোসেন, আবদুল করিম সেলিম, মুহাম্মদ মহিউল আলম চৌধুরী, আজিম উদ্দিন আহমদ, সৈয়দ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, ওসমান গণি কাদেরী, সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল মাসুম, কাজী আরাফাত, আলমগীর হোসেন, ইশতিয়াক রেযা, আলী আকবর, আবদুল খালেক, নাছির উদ্দিন মাহমুদ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।