তারা সালাম দেয় আর সবকিছু ছিনিয়ে নেয়

রিকশা থামিয়ে দিনেদুপুরে ছিনতাই ভিডিও দেখে শনাক্ত, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

তারা সালাম পার্টি। রিকশাযাত্রী বা পথচারীকে ‘আসসালামু আলাইকুম’ বলে থামায়। তারপর সবকিছু ছিনিয়ে নেয়। নগরীর বিভিন্ন পয়েন্টে ‘সালাম’ দেওয়ার মাধ্যমে ছিনতাই করে তারা। নগরীর ষোলশহর এলাকায় এমন সালাম দিয়ে এক ব্যক্তির কাছ থেকে সবকিছু হাতিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে সালাম পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

উক্ত ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি এক পথচারীর পথ রুদ্ধ করে টাকা নিচ্ছে। আপাত দৃষ্টিতে দেখে বোঝার উপায় নেই তারা ছিনতাই করছে। প্রকাশ্যে দিবালোকে ঘটে এ ঘটনা। সেই ভিডিও ছড়িয়ে পড়ে ফেইসবুকে। ঘটনার একদিনের মাথায় ভিডিও থেকে একজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। গত শনিবার ভোর রাত ৪টার দিকে নগরীর হামজারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও একজন ছিনতাইকারী পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর দেড়টার দিকে একজন ব্যক্তি ষোলশহর ২ নম্বর গেট থেকে রিকশাযোগে নন্দনকানন যাচ্ছিলেন। পাঁচলাইশের মার্কেন্টাইল ব্যাংকের সামনে ২ জন ছিনতাইকারী গতিরোধ করে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখায়। এ সময় তারা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে পকেটে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের পথচারীরা এগিয়ে এলে ২ ছিনতাইকারী পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আইনশৃক্সখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, তাদের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৪টার দিকে হামজারবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনার মূল হোতা মো. শাকিল আহম্মদ প্রকাশ সাজুকে (৪৮) গ্রেপ্তার করে।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে সে তার পলাতক সহযোগী মোহাম্মদ আলমগীরের নামপরিচয় প্রকাশের পাশাপাশি শনিবারের ছিনতাইয়ের কথা স্বীকার করে। তারা সালাম দিয়ে পথ রোধ করে অস্ত্রের মুখে সবকিছু কেড়ে নেয় বলেও পুলিশকে জানায়। সালাম পার্টির সদস্যদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঐকমত্য কমিশনের ১১৩ প্রস্তাবের সঙ্গে একমত এনসিপি
পরবর্তী নিবন্ধগণপরিষদের প্রয়োজন নেই : বিএনপি