আগের দিন বিশেষ কমিটির সামনে নিজের অবস্থান তুলে ধরেছেন ইংলিশ কোচ পিটার বাটলার। গতকাল অনুশীলন শেষে সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে কথাও বলেছেন সাফজয়ী কোচ। বিকালে ফুটবল ফেডারেশনে সাংবাদিকদের সামনে নারী দলের কোচ বাটলার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বেশ সুন্দর পরিবেশে কথোপকথন হয়েছে। তারা জানতে চেয়েছেন, আমিও ব্যাখ্যা দিয়েছি। আমি বেশ স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ফ্যাক্টবিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাবো না।’ বাটলারও কয়েকজন ফুটবলার থাকলে কোচিং করাবেন না বলে স্পষ্ট বলে দিয়েছেন, ‘আমি কয়েকজনের নাম দিয়েছি, সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাবো না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স এবং এসব বন্ধ হওয়া দরকার।’ শৃঙ্খলা প্রশ্নে কারও সঙ্গে সমঝোতা করতে চান না ইংলিশ কোচ, ‘এটা কোনও ডিপার্টমেন্টাল স্টোর নয়। এখানে সমঝোতার কিছু নেই। তারা থাকলে আমি থাকবো না। একদম পরিষ্কার। বাংলাদেশ দুইবারের সাফ চ্যাম্পিয়ন। কয়জন নারী বিদেশে লিগ খেলে? বিদেশি লিগে না থাকার কারণ ডিসিপ্লিন। আমি ইংলিশ ও ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানি। যেটা চলছে সেটি গ্রহণযোগ্য নয়।’