তারকা সমৃদ্ধ দল নিয়ে জিম-আফ্রো টি-টেন লিগে খেলতে নামছে বাংলা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে চট্টগ্রাম তথা দেশের পতাকাকে উড্ডিন করছে বাংলা টাইগার্স। চট্টগ্রামের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, ক্রিকেট অন্তপ্রাণ মানুষ ইয়াসিন চৌধুরী ক্রিকেটকে ভালবেসে গড়ে তোলেন বাংলা টাইগার্স দলটি। আবুধাবী টিটেন লিগ দিয়ে দলটির ক্যারিয়ার শুরু। এরপর লংকান টিটেন লিগ, কানাডা গ্লোবাল টিটোয়েন্টি লিগ খেলেছে দলটি। এবার মাঠে নামতে যাচ্ছে জিমআফ্রো টিটেন লিগে। বেশ শক্তিশালী একটি দল নিয়ে জিমআফ্রো টিটেন লিগে খেলতে নামছে বাংলা টাইগার্স। দলটিতে খেলবেন বিশ্বের সেরা সব সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটার। এবারের জিমআফ্রো টিটেন লিগের ফরম্যাটে আনা হয়েছে পরিবর্তন। ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর আইকন ও গ্লোবাল সুপারস্টার ক্যাটাগরিতে খেলোয়াড় নেওয়ার সুযোগ পায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে জোবার্গ বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছেন লংকান অল রাউন্ডার কুশাল পেরেরা, আসালঙ্কা, আফগান ব্যাটসম্যান হজরতুল্লাজ জাজাই, করিম জানাত, ইংলিশ ক্রিকেটার ক্রিস লিন, লুক উড, এডাম মিল্‌সের মতো তারকা ক্রিকেটারকে।

এরপর ড্রাফটের দিনে দলে ভিড়িয়েছেন আরও দশ তারকা ক্রিকেটারকে। যাদের মধ্যে রয়েছে জিম্বাবুয়ের তারকা খেলোয়াড় সিকান্দার রাজা, দক্ষিণ আফ্রিকার জর্জ লিনডে, আফগানিস্তানের ড্যাশিং ব্যাটার মোহাম্মদ শেহজাদ, জিম্বাবুয়ের অলরাউন্ডার অন্তম নাকভি, ডেথ ওভার স্পেশালিস্ট বোলার জিম্বাবুয়ের টেন্ডাই চাতারা, জিম্বাবুয়ের আরেক অলরাউন্ডার তাশিঙ্গা, জিম্বাবুয়ের ব্যাটার জনাথন ক্যাম্পবেল, ওয়েস্ট ইন্ডিজের কিমানি মেলিয়াস, লঙ্কান বাহাঁতি ব্যাটার কেভিন কত্থিগেড়া, জিম্বাবুয়ের সিম বোলিং অলরাউন্ডার তিনাশে । দলটির কর্ণধার মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান বড় স্বপ্ন নিয়েই বাংলা টাইগার্স যাত্রা শুরু করেছিল। সে স্বপ্নীল যাত্রার অংশ হিসেবে আমরা সংযুক্ত আরব আমিরাতের পর এবার শ্রীলঙ্কা, কানাডা আর আফ্রিকাতেও পা রাখতে যাচ্ছি। আমরা সব সময়ই বলে এসেছি এটা আমাদের দল। এটা বাংলাদেশের জনগণের দল। বিশ্বের বিভিন্ন প্রান্তে লালসবুজের পতাকাকে উড্ডিন করছে বাংলা টাইগার্স। এই দলটি যে কেবল মাঠের খেলায় সীমাবদ্ধ তা কিন্তু না। এই দলটি বিশ্বের দেশে দেশে বাংলাদেশের সম্মানকেও উজ্জ্বল করছে। আমরা আমাদের স্বপ্ন যাত্রা আরো ছড়িয়ে দিতে চাই। এখন বাংলা টাইগার্স বিশ্বের ফ্রাঞ্জাইজি ক্রিকেটে একটি সমীহ জাগানো দল। আমরা এভাবেই বিশ্ব ব্যাপি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে গণপূর্ত অফিস ঘেরাও, নির্বাহী প্রকৌশলীকে জেরা