তারকাহীন এমি অ্যাওয়ার্ডে ইতিহাস গড়লেন জেন্ডায়া

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১০:২৫ পূর্বাহ্ণ

নেই জৌলুস, নেই হৈ-হুল্লোড়, বসেনি তারকাদের মেলা। সেজন্য ছিল না লালগালিচা। বাহারি পোশাক পরে ঝলক দেখানোর সুযোগ ঘটেনি তারকাদের। কোভিড ১৯ সব লণ্ডভণ্ড করে দিল। টেলিভিশনের অস্কারতুল্য জমজমাট প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের বসেছিল। ৭২তম আসরে বেশকিছু রেকর্ডেরও সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে গত রবিবার রাতে ফাঁকা মিলনায়তনে এই আসরে সঞ্চালনা করেন মার্কিন তারকা জিমি কিমেল। বিজয়ীদের সঙ্গে অনলাইনে আলাপ করেছেন তিনি। দর্শকরা যুক্ত ছিলেন অনলাইনের মাধ্যমে। বিজয়ীরা ভার্চুয়ালি তাঁদের পুরস্কার গ্রহণ করেন। একসঙ্গে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়ার্ক, লন্ডন ও বার্লিনসহ মোট ২০টি শহরে ১০০টি মাধ্যমে সরাসরি অনুষ্ঠানটি সমপ্রচারিত হয়েছে। অনুষ্ঠানে স্মরণ করা হয় ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চ্যাডউইক বোজম্যান, অভিনেতা কার্ক ডগলাস, স্যার আয়ান হোম, অভিনেত্রী নায়া রিভেরা, ডায়ানা রিগ, মার্কিন পাপেটশিল্পী ক্যারল স্পিনিকে। পুরনো বিজয়ীদের বেশিরভাগই ফিরেছেন শূন্য হাতে। এছাড়া ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের আবহ ছড়িয়েছেন তারকারা। এমির সম্মানজনক রাতে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছেন জেন্ডায়া। এইচবিও চ্যানেলের ‘ইউফোরিয়া’য় হাইস্কুল পড়ুয়া মাদকাসক্ত চরিত্রে অসামান্য কাজ করে সেরা ড্রামা সিরিজের অভিনেত্রী হয়েছেন ২৪ বছর বয়সী এই মার্কিন তারকা। এর মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সে পুরস্কারটি জয়ের ইতিহাস গড়লেন তিনি। এবারের এমি অ্যাওয়ার্ডসে রাজত্ব করেছে এইচবিও চ্যানেলের ‘সাকসেশন’ ও ‘ওয়াচমেন’ এবং পপ টিভি নেটওয়ার্কে বাপ-বেটার ‘শিট’স ক্রিক’।
সেরা লিমিটেড সিরিজসহ সর্বাধিক ১১টি পুরস্কার বাগিয়ে নিয়েছে ‘ওয়াচমেন’। আমেরিকায় বর্ণবাদের চিত্র তুলে ধরে সাজানো এই সুপারহিরো সিরিজে মারকুটে গোয়েন্দা পুলিশ হিসেবে অসামান্য কাজ করে জন্য সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ) হয়েছেন অস্কারজয়ী রেজিনা কিং। তার ঘরে পুরস্কার পৌঁছে দেওয়া হয়েছে। তিনি পরেছিলেন কৃষ্ণাঙ্গ নারী ব্রিওনা টেলরের ছবিসংবলিত টি-শার্ট। গত মার্চে কেনটাকিতে পুলিশের গুলিতে নিহত হন ওই নারী। রেজিনার মতোই লিমিটেড সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী উজু আদুবা (মিসেস আমেরিকা) পরেছিলেন ব্ল্যাক লাইভস ম্যাটার থিমের টি-শার্ট।
কৃষ্ণাঙ্গ তারকা ইয়াহিয়া আব্দুল-মতিন দ্বিতীয়কে ‘ওয়াচমেন’ এনে দিয়েছে সেরা পার্শ্ব অভিনেতার (লিমিটেড সিরিজ) স্বীকৃতি। লিমিটেড সিরিজটির গল্পকার হিসেবে এমি জিতেছেন ডেমন লিন্ডেলফ। সেরা কমেডি সিরিজসহ সর্বাধিক ৯টি পুরস্কার জিতেছে পপ টিভি নেটওয়ার্কের ‘শিট’স ক্রিক’।
এমি অ্যাওয়ার্ডস পেলেন যারা:
সেরা ড্রামা সিরিজ : সাকসেশন (এইচবিও), সেরা কেন্দ্রীয় অভিনেতা (ড্রামা সিরিজ) : জেরেমি স্ট্রোং (সাকসেশন), সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : জেন্ডায়া (ইউফোরিয়া), সেরা লিমিডেট সিরিজ : ওয়াচমেন (এইচবিও), সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা) : মার্ক রুফালো (আই নো দিস মাচ ইজ ট্রু),
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা সিনেমা) : রেজিনা কিং (ওয়াচমেন), সেরা কমেডি সিরিজ: শিট’স ক্রিক (পিওপি), সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : ইউজিনে লেভি (শিট’স ক্রিক), সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : ক্যাথরিন ও’হারা (শিট’স ক্রিক), সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ) : বিলি ক্রুডুপ (দ্য মর্নিং শো), সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ) : জুলিয়া গার্নার (অজার্ক),
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ) : ড্যানিয়েল লেভি (শিট’স ক্রিক), সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ) : অ্যানি মারফি (শিট’স ক্রিক), সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): ইয়াহিয়া আব্দুল-মতীন ২ (ওয়াচমেন), সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা সিনেমা) : উজু আদুবা (মিসেস আমেরিকা), সেরা ভ্যারাইটি টক সিরিজ : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও), সেরা ভ্যারাইটি স্কেচ সিরিজ : স্যাটারডে নাইট লাইভ (এনবিসি), সেরা রিয়্যালিটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান : রুপাল’স ড্রাগ রেস (ভিএইচ১), সেরা পরিচালক (ড্রামা সিরিজ) : আন্ড্রি পারেখ ‘সাকসেশন’ (হান্টিং), সেরা পরিচালক (কমেডি সিরিজ) : অ্যান্ড্রু সিভিডিনো এবং ড্যানিয়েল লেভি ‘শিট’স ক্রিক (হ্যাপি এন্ডিং), সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা সিনেমা) : মারিয়া শ্রেডার (আনঅর্থোডঙ), সেরা পরিচালক (ভ্যারাইটি স্পেশাল) : ডন রয় কিং (স্যাটারডে নাইট লাভ), সেরা টেলিভিশন সিনেমা : বেড এডুকেশন (এইচবিও)।

পূর্ববর্তী নিবন্ধনগরীর প্রথম স্যুয়ারেজ প্রকল্পের ঠিকাদার নিয়োগের টেন্ডার আগামী মাসে
পরবর্তী নিবন্ধসফটওয়্যার আপগ্রেড হলেই প্রাথমিক শিক্ষকদের উচ্চ ধাপে বেতন