তামিলনাড়ুতে পুরস্কার জিতল তানভীর পিয়ালের ‘রিটার্ন’

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

ভারতের তামিলনাড়ুতে দুটো চলচ্চিত্র উৎসবে পৃথক পুরস্কার জিতেছে তানভীর পিয়ালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিটার্ন’। রোহিপ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট এশিয়ান শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে, এবং বেস্ট ডেবু শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে সিত্তান্নাভাসাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে।

ইকরাম ফরিদ চৌধুরীর গল্প অবলম্বনে তানভীর পিয়াল নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তৌকির মাহমুদ ও সায়মন মারমা। মাত্র দুটো চরিত্রের সাহায্যে গড়ে উঠেছে সাত মিনিটের এ গল্প। এর চিত্রনাট্যও তানভীর পিয়ালের লেখা।

সিনেমাটোগ্রাফার শারাফাত আলী শওকতের সুদক্ষ ক্যামেরা পরিচালনা ও সম্পাদনায় সিনেমাটির শরীরনির্মিত। সাউন্ড ডিজাইন করেছেন বাংলাদেশের প্রখ্যাত লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট নাহিদ মাসুদ ও শারমিন দোজা। চলচ্চিত্রের স্কোরটি তৈরি করেছেন তৌকির মাহমুদ। বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভ্যান গঘের অনুপ্রেরণায় সিনেগঘ নামের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়, যা ইতোমধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষ দেখেছেন। এছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হচ্ছে। ভারতের তামিলনাড়ুতে রোহিপ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট এশিয়ান শর্ট ফিল্ম হিসেবে এবং সিত্তান্নাভাসাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট ডেবু শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে এটি। এছাড়া রোমানিয়ার ইস্টার্ন ইউরোপ ফিল্ম ফেস্টিভাল, রাশিয়ার শর্ট শট ফেস্ট এবং কানাডার কিনো ফিল্ম ফেস্টিভালে এটি প্রদর্শন ও পুরস্কারের জন্য অফিসিয়াল সিলেকশন পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিনেমা নির্মাণের জন্য অনুদান পেলেন নায়ক মান্নার স্ত্রী
পরবর্তী নিবন্ধতৌসিফ-নীহাকে নিয়ে সৌখিনের ঈদ চমক