তামিম-রিয়াদের লড়াইয়ের পরও টাইগারদের হার

সোধির ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

কলম্বোতে এশিয়া কাপের শেষ খেলায় ভারতকে হারিয়ে চাঙ্গা থাকা বাংলাদেশ ঢাকায় তা ধরে রাখতে পারেনি। সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তারা ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। টসে হেরে বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে মাঝের ওভারে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তাতে লড়াই করার পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের বোলিং ইনিংসের কপি বলা যায় ব্যাটিং ইনিংসকে। লিটন দ্রুত ফিরলেও তানজিদ তামিমতামিম ইকবাল জুটিতে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি। সেটা হতে দেয়নি ইশ সোধি। এই স্পিনারের ঘূর্ণি জালে ধরা পড়েছেন বাংলাদেশে ৬ ব্যাটার। মিডল অর্ডারে মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ তার সামনে দাঁড়াতেই পারেনি। এই জয়ে সিরিজে ১০ তে এগিয়ে গেল সফরকারীরা। মিরপুরে ২৫৫ রানের লক্ষ্য তাড়ায় ৪১ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে সাবধনী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন। প্রথম ৫ ওভারে তামিমের ১টি চারে ১৭ রান পায় টাইগাররা। ষষ্ঠ ওভারের শেষ বলে কাট করতে গিয়ে থার্ডম্যানে রবীন্দ্রকে ক্যাচ দেন ১৬ বলে ৬ রান করা লিটন। দলীয় ১৯ রানে লিটন ফেরার পর জুটি গড়ার চেষ্টা করেন তামিম ও তানজিদ হাসান তামিম। নিউজিল্যান্ড বোলারদের উপর মারমুখী হয়ে উঠেন তারা। ২৮ বলে ৪১ রান তুলে দলের রান ৫০ পার করেন দুই তামিম। ১১তম ওভারে দুই তামিমের জুটি ভাঙেন স্পিনার সোধি। মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে ফার্গুসনকে ক্যাচ দেন ৩টি চারে ১২ বলে ১৬ রান করা জুনিয়র তামিম। এরপর ক্রিজে আসেন আড়াই বছর পর ওয়ানডেতে ব্যাট করার সুযোগ পাওয়া সৌম্য সরকার। ২ বল খেলে বোলার সোধিকে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন সৌম্য। সৌম্যর পর খুব দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন তাওহিদ হৃদয় ও তামিম। ৪ রান করা হৃদয়কে বোল্ড করেন সোধি। এরপর ৭টি চারে ৫৮ বলে ৪৪ রান করা তামিমকে শিকার করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সোধি। সোধির ঘুর্ণিতে হিমশিম খেলে ১ উইকেটে ৬০ রান থেকে ৫ উইকেটে ৯২ রানে পরিণত হয় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে চাপ সামলানোর চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মাহেদি হাসান। সাবধানে খেলে রানের চাকা সচল রাখেন তারা। কিন্তু তাদের পথে বাঁধ সাধেন সোধি। ১৭ রান করা মাহেদিকে বোল্ড করে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন সোধি। মাহমুদউল্লাহমাহেদি যোগ করেন ৪২ রান। হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৩৬তম ওভারে নিউজিল্যান্ডকে উইকেট উপহার দেন মাহমুদউল্লাহ। ৪টি চার ও ১টি ছক্কায় ৭৬ বলে ৪৯ রান করেন তিনি। দলীয় ১৪৯ রানে সপ্তম ব্যাটার হিসেবে মাহমুদউল্লাহর আউটের পর ৪১ দশমিক ১ ওভারে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের সোধি ১০ ওভারে ৩৯ রানে ৬ উইকেট নেন। এটিই তার ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিং।

এর আগে মিরপুর নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওয়ানডের একাদশ থেকে পেসার তানজিম হাসান ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসানের পরিবর্তে দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে মাঠে নামায় টাইগাররা। তৃতীয় ওভারে ওপেনার উইল ইয়ংকে শূন্যতে বিদায় দিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মোস্তাফিজ। সপ্তম ওভারে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ইনফর্ম মোস্তাফিজের শিকার হন ১২ রান করা অ্যালেন। অষ্টম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই উইকেট তুলে নেন অভিষেক ম্যাচ খেলতে নামা খালেদ। পুল করতে গিয়ে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে খালেদের শিকার হন ১৪ রান করা চ্যাড বোয়েস। এতে ৩৬ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে যায় নিউজিল্যান্ড। দলের রান ১০০তে যাওয়ার পর খালেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন ৬টি চারে ৬১ বলে ৪৯ রান করা নিকোলস। চতুর্থ উইকেটে ১১১ বলে ৯৫ রান যোগ করেন নিকোলসব্লান্ডেল। ৩১তম ওভারে হঠাৎ করে স্পিনার মাহেদি হাসানকে ফিরিয়ে এনে সাফল্যের দেখা পান দলপতি লিটন। রবীন্দ্রকে শিকার করেন মাহেদি। এরপর গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন পেসার হাসান। ব্লান্ডেলকে বোল্ড করেন হাসান। ৬টি চার ও ১টি ছক্কায় ৬৬ বলে ৬৮ রান করেন ব্লান্ডেল। ইনিংসের ৪৬তম ওভারের চতুর্থ বলে ইশ সোধিকে মানকাডিং আউট করেন হাসান। থার্ড আম্পায়ার আউট দিলে ১৭ রান নিয়ে মাঠ ছাড়ার পথে থাকেন সোধি। কিন্তু অন ফিল্ড আম্পায়ারের সাথে কথা বলে সোধিকে ফিরিয়ে আনেন লিটন। এতে আবারও ব্যাট করার সুযোগ পান সোধি। সেই সুযোগে খালেদের করা ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হবার আগে ৩টি ছক্কায় ৩৯ বলে ৩৫ রান করেন সোধি। ৪ বল বাকী থাকতে ২৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে খালেদ ৬০ রানে ও মাহেদি ৪৫ রানে ৩টি করে, মোস্তাফিজ ২টি ও হাসাননাসুম ১টি করে উইকেট নেন।

আগামী ২৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধকালো পলিথিনে ঢেকে সংরক্ষিত বনাঞ্চলে পাকা ঘর নির্মাণ
পরবর্তী নিবন্ধছাত্রলীগ কর্মীকে মারধর প্রতিপক্ষ গ্রুপের, থমথমে চবি ক্যাম্পাস