তামিম না ফিরলে পরের দুই ম্যাচের নেতৃত্বে লিটন

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

আকস্মিক অবসর নেওয়া তামিম ইকবালকে সিদ্ধান্ত বদলে ফেরার আহ্বান জানিয়েছে বিসিবি। তবে এখন পর্যন্ত সদ্য সাবেক ওপেনারের কাছ থেকে কোনো সাড়া পায়নি তারা।

শেষ পর্যন্ত তামিম যদি না ফেরেন, তাহলে চলতি সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্ব দেবেন লিটন দাস। খবর বিডিনিউজের।

তামিম অবসর নেওয়ায় অধিনায়কশূন্য হয়ে পড়ে ওয়ানডে দল। রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পরিচালক পর্ষদের প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার সভার পর মাঝ রাতে লিটনকে দায়িত্ব দেওয়ার কথা জানান বিসিবি প্রধান নাজমুল হাসান।

পরিচালক পর্ষদের সভা শেষে নাজমুল জানালেন, অবসরের প্রসঙ্গে তামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তিনি। সাড়া না পেয়ে তামিমের বড় ভাই ও জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবালের মাধ্যমেও চেষ্টা করেন তিনি। তাতেও সাড়া মেলেনি। তাই নাফিসের কাছেই তামিমকে অবসর ভেঙে ফেরার আহ্বান জানিয়ে বার্তা দিয়ে রেখেছেন বিসিবি প্রধান। আপাতত সেই বার্তার প্রতিউত্তরের অপেক্ষায় আছে বোর্ড। তবে তামিম যদি না ফেরেন, তাহলে দলের নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক।

তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সহঅধিনায়ক কে? তাৎক্ষণিকভাবে বিসিবি প্রধানের উত্তর, ‘কেন? লিটন!’ তাকে মনে করিয়ে দেওয়া হয়, ওয়ানডে দলে আনুষ্ঠানিকভাবে কোনো সহঅধিনায়কের নাম জানানো হয়নি। তিনি বারবার দাবি করতে থাকেন, আনুষ্ঠানিকভাবে লিটনকে সহঅধিনায়ক করার কথা। পাশ থেকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জোর দিয়ে বলেন, আনুষ্ঠানিকভাবে সহঅধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করা হয়েছে।

তবে সামনে থাকা এশিয়া কাপ, বিশ্বকাপের জন্য দীর্ঘ মেয়াদে কে নেতৃত্ব দেবেন দলকে, তা এখনও ঠিক করেনি বিসিবি। এ নিয়ে দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন মেয়াদে ওয়ানডে অধিনায়কত্ব পেলেন লিটন। গত বছরের ডিসেম্বরে কুচকির চোটে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তামিম। ওই সিরিজে প্রথমবার ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন লিটন। মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য পারফরম্যান্সে সিরিজটি ২১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধএডিস মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধসাগরে ডুবে যাচ্ছে পণ্যবোঝাই জাহাজ, ভেসে গেল তিন কন্টেনার