হার দিয়ে এনসিএল টি–টোয়েন্টি শুরুর করা চট্টগ্রাম বিভাগীয় দল দুর্দান্তভাবেই ফিরেছিল টুর্নামেন্টে। বিশেষ করে তামিমের হাত ধরে যেন সমানতালে এগুচ্ছিল চট্টগ্রাম। এরই মধ্যে টানা দুটি জয় তুলেও নিয়েছিল চট্টগ্রাম বিভাগীয় দল। গতকাল আরো একবার ব্যাট হাতে ঝড় তুলেছেন তামিম। কিন্তু তার দল জিততে পারেনি। বরিশালের কাছে হেরে গেছে ৫ উইকেটে। তামিম তান্ডবে ১৮২ রান করলেও শেষ বলে জয় তুলে নেয় বরিশাল। ফলে চার ম্যাচের দুটিতে জিতল চট্টগ্রাম। যদিও চট্টগ্রামের ব্যাটিংয়ে তামিম আর মাহমুদুল হাসান জয়ের পর আর তেমন কেউ সুবিধা করতে পারেনি। নাহয় স্কোরটা আরো বড় হতে পারতো। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ রান যোগ করেন দুই ওপেনার তামিম এবং জয়। ১৬ বলে ২২ রান করা জয় ফিরেন মঈনুলের বলে। এরপর শুরু হয় তামিমের তান্ডব। অপর প্রান্তে দিপু এবং সাব্বির খুব ভাল সঙ্গ দিতে না পারলেও তামিমের ব্যাট ছিল চওড়া। দিপু ৩ আর সাব্বির ২১ রান করে ফিরেন। দলকে ১৪৮ রানে পৌছে দিয়ে আক্ষেপ নিয়ে ফিরেন তামিম। মেহেদী হাসানের বলে বোল্ড হওয়ার আগে ৫৪ কলে ৭টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৯১ রান করে আসেন তামিম। ৯ রানের জন্য সেঞ্চুরিটা হলোনা তামিমের। শেষ দিকে ইয়াসির আলির ৬ বলে ১২ আর মোমিনুলের ৮ বলে ১৩ রানের সুবাধে ১৮২ রান সংগ্রহ করে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগের মেহেদী হাসান নিয়েছেন ২৫ রানে ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নামা বরিশাল বিভাগ দুই ওপেনার ইফতেখার এবং মজিদের কল্যানে যোগ করে ৭২ রান। ১৯ বলে ১৯ রান করে ফিরেন মজিদ। পরের ওভারে ইফতেখারকে ফেরান ইফরান হোসেন। ফেরার আগে ৩৯ বলে ৮টি চার এবং ২টি ছক্কায় ৫৬ রান করে আসেন ইফতেখার। এরপর মোহাম্মদ সালমান হোসেন দলকে টেনে নিয়ে গেছেন লক্ষ্যের দিকে। ইনিংসের শেষ বলে ৫ উইকেটের জয় নিয়ে ফিরে বরিশাল বিভাগ। সালমান ২৮ বলে ২টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৫৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মঈন খান ১৬ বলে ২৬, সোহাগ গাজি ১১ বলে ১২ এবং শামসুল ইসলামের ৮ বলে ১২ রান দলের জয়ে বড় ভুমিকা রাখে। চট্টগ্রামের পক্ষে ২৭ রানে ২ উইকেট নেন আহমেদ শরীফ। ম্যাচ সেরা হয়েছেন বরিশাল বিভাগের সালমান হোসেন।