তামিম ইকবালকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে তামিম ইকবাল সমর্থকরা। গতকাল রোববার নগরীর কাজীর দেউড়ি মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তামিম ইকবালের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নিজাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ওমর কাইয়ুমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সৌরভ প্রিয় পাল, ইমরান এমি, রিজাউর রহমান, শহিদুল আলম শহিদ, বাপ্পী দে, সাইফুল্লাহ, শহীদুল ইসলাম, রয়েল পাল, এডভোকেট রেজাউল ইসলাম, সুব্রত আইচ প্রমুখ। মানববন্ধনে তামিম ইকবাল সমর্থক গোষ্ঠীর ক্ষুদে ক্রিকেট প্রেমীরা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, তামিমকে বাংলাদেশের মানুষ চিনে ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারানোর মাধ্যমে। তামিম ক্রিকেটের পক্ষে কথা বলায় তাকে ভারতের দালাল বলে আখ্যায়িত করা হয়েছে। তামিম বাংলাদেশের দালাল, লাল সবুজের পতাকার দালাল। জাতীয় দলের এই সফল ক্রিকেটার দেশের গর্ব। তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও অসম্মানজনক মন্তব্য জাতির আবেগে আঘাত করেছে। কটুক্তিকারী এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতে ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা
পরবর্তী নিবন্ধবিপিএলের মঞ্চে বাবা ছেলের জুটি