তামিমের সেঞ্চুরিতে ২২০ রান নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৩:২৬ অপরাহ্ণ

তামিম ইকবালের সেঞ্চুরিতে ভালভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। ২২০ রান নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

মাঝখানে নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক মোমিনুল হকের উইকেট হারালেও মুশফিককে নিয়ে এগিয়ে যাচ্ছে তামিম। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেওয়া তামিম এগিয়ে যাচ্ছেন পাঁচ হাজার রানের মাইল ফলকের দিকে।

চা বিরতি পর্যন্ত তামিম অপরাজিত ১৩৩ রানে। মুশফিক অপরাজিত ১৪ রানে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মাটি কাটার দায়ে এক্সকেভেটর ও ডাম্প ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জিপসহ সেগুন ও আকাশ মনি গোল কাঠ জব্দ