তামিমের সঙ্গে আবার বসবেন পাপন

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে হুট করেই তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন অবসরের। সেখান থেকে ফিরলেও ছেড়ে দেন নেতৃত্ব। এরপর তার জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। তিনি নিজেই সরে দাঁড়িয়েছিলেন বিশ্বকাপের দল থেকে। এ নিয়ে নানা আলোচনাসমালোচনা হয়। অনিশ্চয়তায় পড়ে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের কোনোটিতেই খেলেননি তামিম। তবে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন এবং নেতৃত্বও দিচ্ছেন। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে কি ফিরবেন তামিম। এ নিয়ে গত ডিসেম্বরেই বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম। তখন বলা হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার ব্যাপারটি পরিষ্কার হবে বোর্ড সভায়। কিন্তু গতকাল সোমবার বহুল কাঙ্ক্ষিত ওই বৈঠক হয়ে গেলেও তামিম ইস্যুতে কোনো সমাধানের ঘোষণা আসেনি। এজন্য আবারও তামিমের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। আমি বলেছি জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে আমিও বসবো। উনারা বসার পর আমি নিজেও বসবো। আমার ধারণা এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানতে পারব। এর আগে আসলে বলাটা মুশকিল।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় দলের নতুন প্রধান নির্বাচক লিপু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪০.২৮ কোটি টাকা