তামিমের ব্যাটিংয়ে জিতল প্রাইম ব্যাংক

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৪৮ অপরাহ্ণ

তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নিয়েছে প্রাইমস ব্যাংক ক্রিকেট ক্লাব। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে নির্ধারিত ওভার শেষে প্রাইম ব্যাংককে ৯২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেটের জয় তুলে নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার। তবে প্রাইম ব্যাংকের বোলারদের ওপর চড়াও হতে গিয়ে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ইনিংসের চতুর্থ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন সৌম্য। এর আগে নামের পাশে ১৩ বলে মাত্র ১৪ রান যোগ করতে পেরেছিলেন সৌম্য। এদিন নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সৌম্য ফেরার মাত্র চার বল পরেই ফেরেন আরেক ওপেনার। মেহেদি হাসান (১৬) ফেরেন নাঈম হাসানের শিকার হয়ে। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৭ বলে ৫, আরিফুল হক ১১ বলে ৬, আকবর আলী ৩ বলে ৬ রান করলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের।
তবে উইকেটের অপর প্রান্তে জাকির হাসান ২২ বলে ২৬ রানে অপরাজিত আর মুমিনুল হকের ৪ বলে ১৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ১২ ওভারে ৯১ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান এবং নাঈম হাসান। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট আর ১৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটির হয়ে সর্বোচ্চ ২২ বলে ৪৬ রান করেছেন তামিম।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া সরকারি শিশু পরিবারের এ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চরলক্ষ্যা ইউনিয়ন