তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এসময় কান্না জড়িত কন্ঠে বলেছেন তিনটি নাম। যেখানে রয়েছে বাবা, চাচা এবং প্রথম ক্রিকেট কোচ তপন দত্তের কথা। গতকাল তামিম যখন নিজের অবসরের ঘোষণা দিচ্ছিলেন তখন তার প্রথম কোচ তাপন দত্ত অসুস্থ শরীর নিয়ে শুয়ে ছিলেন নিজ ঘরে। কদিন আগে এম এ আজিজ স্টেডিয়ামে ছাত্রদের অনুশীলন করাতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলেন। আর তাতেই আহত হয়ে ঘরে শুয়ে ছিলেন তিনি। কিন্তু টেলিভিশনের পর্দায় যখন দেখছিলেন তার শিষ্য অকালেই ক্রিকেট থেকে সরে যাচ্ছেন তখন যারপরনাই হতাশ হন। তামিম ইকবালের চোখের পানি যেন ছুয়ে যাচ্ছিল তাকেও।
তপন দত্ত দৈনিক আজাদীকে বলেন, আমার এক ছাত্র ফোন করে বললেন তামিম ইকবাল অবসর ঘোষণা করছেন। এরপর টিভি খুলে দেখি। কিন্তু তামিমের বক্তব্য রাখার দৃশ্যটা আর সহ্য করতে পারছিলাম না। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যখন চট্টগ্রামে এসেছিল তখন তাকে বলেছিলাম আর কয় বছর হয়তো খেলবা। এই সময়টা একটু মন দিয়ে খেলো। যাতে ক্যারিয়ারের শেষের দিকটা আরো বর্ণিল হয়। সেদিন দোয়া চেয়েছিলেন তামিম। জানতে চেয়েছিলেন আমি কেমন আছি। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। কোনো কিছুই যেন বুঝে উঠতে পারছি না।
তপন দত্ত বলেন, আমি চেয়েছিলাম এখনো চাই তামিম আরও অন্তত একটি বিশ্বকাপ খেলুক। এমন না যে তার অনেক বয়স হয়ে গেছে। এমন করে সে সরে যেতে পারে না। তার এমন সিদ্ধান্ত আমাকে ব্যথিত করেছে। তামিম ছোটবেলা থেকেই এমন অভিমানী ছিল। সে কটু কথা সহ্য করতে পারে না। ছোট বেলায় তাকে কেউ মারতে চাইলে সে বন্ধুবান্ধব নিয়ে তাদের শায়েস্তা করতো।
সবার প্রিয় তপন দা আশা করেন, তামিম তার সিদ্ধান্ত থেকে সরে আসবেন। কারণ তার বিশ্বাস, তামিম ফিরে আসলে শুধু দল নয় দেশের জন্যও ভালো হবে।












