তামিমের ফেরা নিয়ে প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

জাতীয় দলের হয়ে তামিম ইকবাল সর্বশেষ খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে। এরপর থেকে লালসবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। বর্তমানে তামিমের ফের জাতীয় দলে ফেরার বিষয়টি দেখছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে নতুন করে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপুও এ নিয়ে কথা বলেছেন। সমপ্রতি সংবাদ মাধ্যমের সাথে এক দীর্ঘ আলাপচারিতা হয় প্রধান নির্বাচকের। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় দায়িত্ব নেওয়ার পর তামিমের সঙ্গে তার দলে ফেরা নিয়ে কোনো কথা হয়েছে কি না। জবাবে লিপু বলেন, ‘আমাদের গন্ডির মধ্যেই রয়েছি। ফরমালি যতটুকু অথরিটি রয়েছি ততটুকুর মধ্যেই আছি। যেকোনো খেলোয়াড়ের সঙ্গেই আমাদের হাইহ্যালো ধরনের কথা হয়। তামিমকে কে না দলে চায়, সবাই চায়।’ তিনি আরও বলেন, ‘তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। গতকাল জালাল ভাইও সেটি বলেছেন। তাদের সঙ্গে সিরাজ ভাইও কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। একজন ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে আমরা কথা বলতেই পারি, কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নাই, এটা বুঝতে হবে।’ উল্লেখ্য, চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টিটোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা লিগে তানজিম সাকিব-রনির বোলিং তান্ডব, সাইফের সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধক্ষমতায় গেলে বিজেপি আমলের দুর্নীতির তদন্ত করবে কংগ্রেস