তামিমের ডাকেই বিপিএলে শাহিন আফ্রিদি

বাংলাদেশের পেস বোলিংকে বললেন ‘খুব ভালো’

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

তামিমের ডাকেই বিপিএলে খেলতে এসেছেন শাহিন আফ্রিদি। এমনটাই জানা গেছে। সংবাদ মাধ্যমে কথা বলার আগে কৌতূহলী এক সাংবাদিক শাহিন আফ্রিদিকে প্রশ্ন করেন, ‘এত বুম কি পাকিস্তানে থাকে?’ চওড়া হাসি দিয়ে শাহিনের জবাব ‘না’। এরপর তার কাছে জানতে চাওয়া, বিপিএলের জন্য প্রথম দিন অনুশীলনের পর কেমন লাগছে? উত্তরে শাহিন বলেন, ‘বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারব।’ বিপিএলে এবার তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে। গত আসরে ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। এবারও তিনি আছেন দলটিতে। এই ফ্র্যাঞ্চাইজিতে আসার পেছনের কারণ কী? শাহিনের জবাব, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল।’ ‘আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। আমি জানি, অনেক পাকিস্তানি এখানে খেলে। আমি প্রথমবার খেলব। দেখা যাক, কেমন হয়। এরপর আমি তুলনা করতে পারব।’ এবারের বিপিএলে এখন অবধি বড় নাম শাহিন, তাকে নিয়ে আগ্রহও অনেক। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা হওয়ার অনুভূতি কেমন? জানতে চাওয়া হয় ফরচুন বরিশালের কাছে। উত্তরে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।’

এদিকে ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারতে হয়েছে বাংলাদেশের কাছে, এমন অর্জনের পেছনে বাংলাদেশের পেসারদেরই কৃতিত্ব দেখছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। নাহিদ রানা, হাসান মাহমুদ কিংবা তাসকিনদের গতিতে দিশেহারা হয়েছে পাকিস্তান। মাস কয়েক পর বাংলাদেশে বিপিএল খেলতে এসেছেন দেশটির তারকা পেসার শাহিন শাহ। ফরচুন বরিশালের হয়ে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের পেসারদের নিয়ে কথা বলেছেন তিনি। শাহিন বলেন, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগ খুব ভালো। আমি তাসকিনের কথা বলতে পারি। এখন বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন। তরুণ বোলার (নাহিদ) রানা, সে খুব ভালো বোলিং করেছে। তার গতি আছে, লম্বা বোলার।’ ‘আমার মতে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের অনেক ফাস্ট বোলার উঠে আসছে। তাদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি করতে হবে। কারণ লাল বলের ক্রিকেট খেলেই আপনি বেশি উন্নতি করতে পারবেন।’ ফরচুন বরিশালে একরকম তারকার মেলাই। বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম খেলবেন; বিদেশিদের মধ্যে আছেন ফাহিম আশরাফ, কাইল মেয়ার্সরা। সতীর্থ হিসেবে তাদের পাওয়াটা দারুণ ব্যাপার বলে মনে করেন শাহিন। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের বিপক্ষে অনেক খেলেছি। আমি জানি, স্থানীয় ক্রিকেটাররা সবসময় ভালো। উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা থাকে। আশা করি, আমি অনেক শিখতে পারব। পাকিস্তানের হয়ে ভবিষ্যতে যখন বাংলাদেশে আসব, আশা করি তখন উইকেট জানা থাকবে এবং আমি ভালো খেলতে পারব।’ চট্টগ্রাম কিংসের মেন্টর হয়েছেন শহীদ আফ্রিদি। সম্পর্কে তিনি শাহিনের শ্বশুর। দুজনের সম্পর্ক নিয়ে কথা বলেন শাহিন। তিনি বলেন, ‘খুব ভালো ব্যাপার এটি। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলছেন না। তাই মাঠে আমাদের মোকাবিলা করতে হবে না। তিনি মেন্টর হিসেবে আসছেন। আমি আশা করি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’

পূর্ববর্তী নিবন্ধফিটনেসের কারণে বিপিএলে অনিশ্চিত মাশরাফি
পরবর্তী নিবন্ধবিপিএল মাতানোর আশা জিসানের