শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ অধিনায়ক তামিম মেজাজ হারিয়ে ফেলেন। অপ্রীতিকর ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন তিনি। আইসিসির শনিবারের বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলংকার বিপক্ষে শুক্রবার হেরে যাওয়া
তৃতীয় ওয়ানডেতে ‘অনুপযোগী’ ভাষা ব্যবহার করায় তামিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে বাঁহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। রিপ্লে দেখেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো যথেষ্ট প্রমাণ না পাওয়ায় সিদ্ধান্ত বহাল রাখেন তৃতীয় আম্পায়ার। ১৭ রানে আউট হওয়া তামিম তাতে নাখোশ হন যথেষ্টই। ড্রেসিং রুমে ফেরার পথে অসন্তোষ ফুটে ওঠে তার শরীরী ভাষায়। সে সময়ই বাজে ভাষা ব্যবহার করেন তিনি।