বাংলাদেশ দল গতকাল ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় ম্যাচ ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনে নেমেছিল। অনুশীলন শুরু হওয়ার মিনিট পাঁচেক পরে বাংলাদেশের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেন। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘দুপুরের দিকে আমরা এই খবর পাই। এরপর সবাই একসঙ্গে দোয়ার পরিকল্পনা করি। মাঠে তাই এটা করা হয়েছে। আমরা দোয়া করি তামিম আমাদের মাঝে দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসুক।’ শিলংয়ে বাংলাদেশ–ভারত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন যখন চলে তখন তামিমের এই দুঃসংবাদ আসে। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া ও তারকা ফুটবলার হামজা চৌধুরী দুইজনই তামিমের জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন তাৎক্ষণিকভাবে। অন্য ফুটবলাররাও সহমর্মিতা প্রকাশ করেছেন।
এদিকে সাকিবের ৩৮তম জন্মদিন গতকাল ভক্তদের সঙ্গে উদযাপন করার সময় এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে! ওর জন্য দোয়া করবেন সবাই! ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেনও পার হয় ভালোভাবে! ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে!’