তামিমের এমন ঘোষণা একেবারেই অপ্রত্যাশিত বিসিবির কাছে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

গতকাল একেবারে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম ইকবাল। এমন ঘোষণা দেবেন তামিম সেটা স্বপ্নেও কেউ ভাবেনি। যেমনটি ভাবেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। যদিও গত বুধবার রাতেই একটা খবর বেরিয়েছিল তামিম পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে কিছু বলবেন। গতকাল সকাল থেকে সে সংবাদ সম্মেলন নিয়ে আলোচনা চলতে থাকে সর্বত্র। সকালে খবর বের হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয় তামিমের সাথে। কিন্তু তামিমকে পাওয়া যাচ্ছিল না বা তামিম কারো ফোন ধরছিল না তেমনটি বলা হচ্ছিল। অবশেষে তামিম সংবাদ সম্মেলনে এলেন এবং দিলেন হৃদয় ভাঙা একটি ঘোষণা। মিডিয়ার কল্যাণে তামিমের সে ঘোষণা চলে গেছে সারা বিশ্বে। অজানা থাকার কথা নয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবিরও। তারা জেনেছেন সবকিছু। তাই বিসিবি কি বলেন সেটা জানতেও উদগ্রিব ছিল দেশের ক্রিকেটপ্রেমীরা।

তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস তার প্রাথমিক প্রতিক্রিয়ায় তামিমের এমন ঘোষণায় চরম বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত। অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণাকে প্রিম্যাচিউর সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে জালাল ইউনুস বলেন তামিম ইচ্ছে করলে আরও দুই বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতো। তাকে কি সিদ্ধান্ত বদলের কোনো অনুরোধ জানানো হবে? তেমন প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক বলেন, আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।

পূর্ববর্তী নিবন্ধখো-খো লিগে চ্যাম্পিয়ন চট্টগ্রাম রাইফেল ক্লাব, রানার্স আপ শতদল
পরবর্তী নিবন্ধদ. আফ্রিকার বস্তিতে বিষাক্ত গ্যাসে ১৬ মৃত্যু