তামিমের ইনজুরির অবহেলার তদন্ত করতে চান পাপন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১১:২৮ পূর্বাহ্ণ

তামিম ইকবালের পিঠের ইনজুরি নিয়ে আগে সঠিক তথ্য পাননি বলে দাবি করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পুরো প্রক্রিয়ায় তিনি সংশ্লিষ্টদের অবহেলার ছাপও দেখতে পাচ্ছেন। সময়মতো উপযুক্ত চিকিৎসা হলে তামিমের ইনজুরি আগেই সেরে যেত বলে এখন মনে হচ্ছে তার । ভবিষ্যতে যাতে অন্য কোনো ক্রিকেটারকে এমন পরিস্থিতির শিকার হতে না হয় সেজন্য পুরো ব্যাপারটির তদন্তের প্রয়োজনীয়তা দেখছেন বিসিবি প্রধান। গত নভেম্বরে ভারত সিরিজের আগে থেকে এই ইনজুরি নিয়ে ভুগছেন তামিম। পিঠের নিচের অংশের এই ইনজুরির কারণে তখন ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে খেলতে পারেননি । পরে খেলতে পারেননি বিপিএলের শেষ অংশে। এরপর ইনজেকশন নিয়ে তিনটি সিরিজ খেললেও পরে আবার মাথাচাড়া দেয় সেই ব্যথা। তামিমের এই ইনজুরি নিয়ে বিসিবি থেকে নানা সময় নানারকম কথা শোনা গেছে। বিসিবি কর্তারা, এমনকি স্বয়ং বিসিবি সভাপতিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, স্ক্যান করে তামিমের কোনো সমস্যা ধরা পড়েনি। তার ইনজুরি নিয়ে তাই নানারকম বিভ্রান্তি ছড়িয়েছে।

গত মাসে দুবাই যাওয়ার আগে তামিম জানান, জিম সেশনে তাকে এমন একটি ট্রেনিং করতে দেওয়া হয়েছিল যার প্রভাবে তার পিঠের ব্যথা আবার ফিরে এসেছে। তামিমের সেই কথার পর আবারও তার ইনজুরি নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিসিবি সভাপতি। সেই সময় তামিম পিঠের স্ক্যান রিপোর্ট পাঠিয়ে দেন বিসিবি সভাপতিকে। যে রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে, তার পিঠের নিচের অংশের ডিস্কে এল ফোর ও এল ফাইভে ক্ষয় ধরেছে কিছুটা। বিসিবি সভাপতির দাবি তখনই কেবল তামিমের সমস্যার কথা তিনি জানতে পারেন। এর আগে যারা তাকে জানিয়েছে, তাদের কারও কাছ থেকে এমন কোনো তথ্য তিনি পাননি। তামিম কিন্তু ঢাকাতেও এমআরআই স্ক্যান সব করেছে। আমার জানা মতে, ভারতে করেছে, ব্যাংককে করেছে। লন্ডনেও একবার গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছে। অনেকবারই করা হয়েছে এমআরআই। এবারই প্রথম, দুবাই থেকে যে রিপোর্ট পাঠায়তাতে দেখি ওর একটা সমস্যা আছে। দেখার পরপরই আমি ওকে বলেছি তুমি প্রধান চিকিৎসক সহ আমাকে একটা কনফারেন্স কল করো। আমাকে কেন এ কথা বলা হয়নি। বিসিবি সভাপতি পরে আশ্বাস দিলেন, এই ঘটনার তদন্ত করা হবে। তিনি বলেন অবহেলা করা না হলে হয়তো এতদিনে সুস্থ হয়ে উঠতেন তামিম। এই ব্যথা কমাতে সমপ্রতি লন্ডন থেকে দুই দফায় ইনজেকশন নিয়ে এসেছেন তামিম। আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে তার মাঠে ফেরার প্রক্রিয়া শুরু হবে। এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকা গেল চট্টগ্রাম জেলা দল
পরবর্তী নিবন্ধকতটা সফল অধিনায়ক তামিম ইকবাল