প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবালের। কয়েকটি বিশ্বকাপের সঙ্গে খেলেছেন অনেক বড় বড় টুর্নামেন্ট। তার অভিজ্ঞতার প্রয়োজন প্রসঙ্গে নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, দলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ ওর অভিজ্ঞতা। শনিবার মিরপুরে তিনি বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলকে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা শেয়ার করলে বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়।’












