তামিমের অবসরকে সঠিক মনে করেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। বামহাতি ওপেনারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তামিমের অবসরের ঘোষণার পর সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আজকে ঘুম থেকে উঠে দেখলাম, তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছে। শুনে অবাক হয়েছি। কিন্তু আবার যতটুকু তামিমকে চিনি ছোটবেলা থেকে, ২০০৭ সালে আমি ও নাফীস ইকবাল একসঙ্গে অনূর্ধ্ব১৭ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিলাম। নাফীস অধিনায়ক ছিল, আমি ছিলাম সহঅধিনায়ক। তখন থেকেই তামিমকে চিনি। সে এয়ারপোর্টে এসেছিল হাফপ্যান্ট পরে। যদিও আমিও তখন ছোট ছিলাম। আমাদের থেকে সে চারপাঁচ বছরের জুনিয়র ছিল।’ তামিমের প্রশংসা করে আশরাফুল বলেছেন, ‘তামিমকে আমি যতটুকু চিনি, সে সিদ্ধান্ত হুট করে নেয়। তবে খুব অনড় থাকে। তামিম অসাধারণ একজন ব্যক্তি, সে সবার পরিসংখ্যান মনে রাখে। তবে তার সিদ্ধান্তে একটু অবাক হয়েছি। এটাও ঠিক, সে চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে। তামিম একটু ভিন্ন, বেশিই আবেগপ্রবণ। ওর গত কয়েকটা সিরিজ চোটের মধ্যে যাচ্ছিল। আফগানিন্তানের বিপক্ষে তার শুরুটা ভালো হয়নি।’ আশরাফুল আরও বলেন, ‘তামিমের এভাবে সরে যাওয়াটা আমি জানি না কতটুকু ভালো হয়েছে। আবার আরেক দিকে যদি চিন্তা করি, সে আসলে সবকিছু হুটহাট করে। ২০২২ টিটোয়েন্টি বিশ্বকাপেও সে যায়নি। যদিও সে লম্বা সময় তখন বাইরে ছিল। চোটের কারণে সে এক বছর টিটোয়েন্টির বাইরে ছিল। সেখান থেকেই হয়তো সিদ্ধান্ত নিয়েছে, মিডিয়ায় যখন কথা হচ্ছিল তাকে নেবে কি না। তখন নিজে থেকে সরে গেছে।’

তবে তামিমের অবসর ভেঙে ফিরে আসার কোন সম্ভাবনা দেখেন না আশরাফুল, ‘আমার মনে হয় না সে আবার ফিরে আসবে। তামিম, গত ১৯টা বছর তুমি আমাদের অনেক বিনোদন দিয়েছ। আমি বলবো ২০১৪১৮ পর্যন্ত তোমার ক্যারিয়ারের সেরা সময় গেছে। ওই সময় তোমার গড় ৭০+ ছিল। অসাধারণ নেতৃত্ব দিয়েছ। বাংলাদেশের হয়ে অনেক অবদান রেখেছ। যদিও তুমি আমার অনেক জুনিয়র। যেখানে আমি অবসর নিইনি, মাশরাফি অবসর গ্রহণ করেনি, তুমি সিদ্ধান্ত নিয়েছে। ওপেনার হিসেবে ২০০৭ থেকে শুরু করে এখন পর্যন্ত ওপেনিং করাটা সবচেয়ে কঠিন। সেই জিনিসটা তুমি করেছ। তাই আমার হঠাৎ করে মনে হলো, তুমি অন্যান্য ক্রিকেটারের চেয়ে ভিন্ন। যেহেতু বিশ্বকাপের আরেকটা চাপ থাকত, আর এই সিরিজটাও এত সহজ হবে না।’

পূর্ববর্তী নিবন্ধতামিমের বিদায়ে ওয়ানডে দলে রনি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ সম্পন্ন