তামিমকে পেছনে ফেলে শীর্ষে মুশফিক

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

ফরম্যাট বদলাতেই জ্বলে উঠলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক।শুক্রবার চট্টগ্রাম টেস্টে তামিমের একটি রেকর্ড ভেঙেছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নামার পর দুই রেকর্ড ভাঙার হাতছানি ছিল তার সামনে। ঘরের মাঠে এবং টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান ছিল তামিমের। শুক্রবার ঘরের মাঠে তামিমকে ছাড়ালেও টেস্টের সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নিতে অপেক্ষায় থাকতে হচ্ছে মুশফিককে। শনিবার সকালে ১০ রান করলেই টেস্ট ক্রিকেটে তিনি শীর্ষ রানের সিংহাসনে বসবেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দাবা বাছাই চ্যাম্পিয়নশিপের শীর্ষে ৬ দাবাড়ু
পরবর্তী নিবন্ধআমেরিকাকে মোকাবিলায় ঘনিষ্ঠ হচ্ছে চীন-রাশিয়া