ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে টাইগারদের হয়ে টেস্টের সর্বোচ্চ সংগ্রাহক এখন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে, সেই মুহূর্তে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন মুশফিক। টেস্ট ফরম্যাটে ৭৬ ম্যাচের ১৪০ ইনিংসে ৩৭.৪৯ গড়ে এই ব্যাটারের সংগ্রহ ৪৭৮৯* রান। সেঞ্চুরি ৭টি করেছেন, হাফ সেঞ্চুরি ২৪টি। ৬৪ ম্যাচে ১২৩ ইনিংসে ৩৯.৫৭ গড়ে এক রান কমে ৪৭৮৮ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। তার গড় ৩৯.৫৭। তামিম সেঞ্চুরি করেছেন ৯টি, হাফ সেঞ্চুরি ৩১টি।