তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নির্বাচন

সভাপতি আবু তালেব ও সম্পাদক মোজাম্মেল হক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আজীবন ও সাধারণ সদস্যসহ মোট ৪ হাজার ১৭৯ জন ভোটারের মধ্যে ৩ হাজার ১০২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৩৬ জন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। নির্বাচনে সভাপতি পদে ১৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু তালেব, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরোয়ার কামাল পেয়েছেন ১৫০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, তার নিকটতম প্রতিদ্বন্ধী আব্দুল আলিম পেয়েছেন ১৩৬৩ ভোট।

এছাড়াও সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ ফারুক আজম (এম এ), সহসভাপতি পদে বজলুল রহমান ও মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শওকত আজিজ, সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে মাহবুবুর রহমান, আইন সম্পাদক এড. মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ ছাদেক হোছাইন, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিনহাজ উদ্দিন, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নাজিম উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক পদে জসিম উদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক মিনহাজুল আবেদীন, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মনসুর আলম, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহযরত মজু শাহ্‌ (ক.)’র বার্ষিক খোশরোজ শরীফ আগামী ১ জানুয়ারি
পরবর্তী নিবন্ধআবরার শামীর চৌধুরী