তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

তামাকুমন্ডি লেইন বণিক সমিতি আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় টিন শেইড মার্কেট একাদশ ২০ গোলে নিউ সুপার মার্কেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক, সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আবু তালেব, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফারুক আজম এম এ, সহ সভাপতি মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীম, সহ সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক শওকত আজিজ, আইন সম্পাদক এডভোকেট আবদুল জলিল, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ছাদেক হোসাইন, মোহাম্মদ মঈন উদ্দিন, মিনহাজ উদ্দিন, মিনহাজুল আবেদীন, আবদুর ছফুর নয়ন ও সাদ্দাম হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএনসিএলে সিলেটের কাছে হারলো চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধমহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা