তামাকুমণ্ডি লেইনে পার্কভিউ হাসপাতালের চিকিৎসা ক্যাম্প

| বুধবার , ২২ জুন, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহজ ও সুলভ মূল্যে গুণগত মানের চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিতকল্পে পার্কভিউ হসপিটাল তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির কার্যালয়ে এক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এর সার্বিক সহযোগিতায় ছিলেন তামাকুমুন্ডি লেইন বণিক সমিতি।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা ডা. এ টি এম রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুল মোতালেব চৌধুরী। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবু তালেব।

অনুষ্ঠান সঞ্চালনা সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল। এতে পাঁচ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডা. এ টি এম রেজাউল করিম, ডা. আহামদ রহিম, ডা. মো. রেজাউল করিম , ডা. মইন উদ্দিন চৌধুরী, ডা. মো. ফরহাদ, ডা. মো. শওকত এমরান, ডা. মো. মাহফুজুর রহমান, ডা. ইকবাল মাহমুদ, ডা. সালাহউদ্দিন এম এ এইচ চৌধুরী। চিকিৎসা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পার্কভিউ হসপিটালের হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক দেশ গড়তে উৎসাহ যোগায় চাঁদেরহাট
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার কোনো ক্ষতি হলে দায় সরকারকেই নিতে হবে