তাবিজ করার অভিযোগে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়া এলাকায় তাবিজ করার অভিযোগ এনে মিনু আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন করেছেন স্বামী। গতকাল শুক্রবার ভোরে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী ফরিদুল আলম (৪৫) পলাতক রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র ফরিদুল আলমের (৪৫) সঙ্গে ১৫ বছর আগে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামের অজি আহমদের কন্যা মিনু আক্তারের (৩৫) বিয়ে হয়। তাদের সংসারে ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। ফরিদুল আলম মোবাইল ব্যবসার সুবাদে প্রায় সময় চট্টগ্রাম শহরে থাকতেন। মাঝে মধ্যে বাড়িতে আসতেন। স্বামীস্ত্রীর মধ্যে তেমন মিল ছিল না। স্ত্রীকে তাবিজ করার অভিযোগে প্রায়ই নানা অপবাদ দিয়ে ঝগড়াঝাটি করত। বৃহস্পতিবার মিনু আক্তার বাহারছড়ায় তার বাপের বাড়িতে বেড়াতে গেলে ফরিদ সেখানে রাতে চট্টগ্রাম থেকে এসে থাকে। শুক্রবার ভোরে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারকে ছুরিকাঘাত করে কম্বল দিয়ে মুড়িয়ে পালিয়ে যায় ফরিদ। পরে স্বজনরা বিষয়টি বুঝতে পেরে মিনুকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার ব্যাপারে নিহতের বড় মেয়ে মাওহিবা (১৫) বলেন, আমরা দুই বোন ও এক ভাই মায়ের সাথে থাকি। বাবা কাজের সুবাদে শহরে থাকলেও বাড়িতে এসে মায়ের সাথে নানা সময়ে ঝগড়া বিবাদ করতো। বলতো মা বাবাকে তাবিজ করেছে। শুক্রবার নানার বাড়িতে ভোরে সবাই যখন ঘুমে ছিল তখন বাবা মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধবিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন ২১ জন
পরবর্তী নিবন্ধশামুক কুড়াতে গিয়ে ডুবে মারা গেল এক কিশোরী ও এক তরুণী