তাফসীরে ফাউজুল আজিজের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:১০ পূর্বাহ্ণ

আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী (.) রচিত কোরআন মজিদের তাফসীর গ্রন্থ ‘তাফসীরে ফাউজুল আজিজ’এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল শনিবার সকালে ঢাকা প্রেস ক্লাব মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনজুমানের সভাপতি হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। এতে বক্তারা বলেন, যুগনন্দিত বরেণ্য আলেমে দ্বীন লেখক গবেষক আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.) শতাধিক মৌলিক গবেষণাধর্মী গ্রন্থ লিখে অসাধারণ সৃজনধর্মী কাজের স্বাক্ষর রেখেছেন। তিনি হচ্ছেন যুগনন্দিত কলমসম্রাট। ‘তাফসিরে ফাউজুল আজিজ’ তেমনি তার অনবদ্য কালজয়ী লেখনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মূখ্য সচিব ড. মোহাম্মদ আবদুল করিম। আলোচনা করেন, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. আল্লামা মুফতী মুহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী। উপস্থিত ছিলেন আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মহাসচিব আল্লামা মুহাম্মদ জয়নাল আবেদীন যোবাইর, . আল্লামা এ কে এম মাহবুবুর রহমান, প্রফেসর ডঃ এম এ অদুদ, ডঃ আহসান উল্লাহ আহসান সাঈদ, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ, আল্লামা মুফতী মুহাম্মদ ওসমান গনি সালেহী, আল্লামা সৈয়দ মুহাম্মদ ইমদাদ উদ্দিন, আল্লামা মুহাম্মদ আব্দুল অদুদ আলকাদেরী, আল্লামা মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, আল্লামা মুহাম্মদ মাসউদ কাদেরী, আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন, আল্লামা মুহাম্মদ বদিউল আলম রেজভী, আল্লামা মুহাম্মদ আবদুল আজিজ আনোয়ারী, আল্লামা কাজী মুহাম্মদ ইউনূস রেজভী, আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইউসুফ আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা ছালেহ আহমদ আনছারী, আল্লামা মুহাম্মদ আবদুর রকিব, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ লোকমান চিশতী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা কাজী মুহাম্মদ শফিউল আজম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅতীতের ন্যায় ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে
পরবর্তী নিবন্ধজাহিদ আকবর চৌধুরী