ইসলামের নামে চলা হানাহানি সংঘাত উগ্রবাদী তৎপরতা প্রতিরোধ, কোরআন–সুন্নাহর অপব্যাখ্যা রোধের মাধ্যমে ইসলামের মূলধারা ও সঠিক রূপরেখা তুলে ধরতেই লালদীঘি ময়দানে ১০ ও ১১ জানুয়ারি (শুক্রবার–শনিবার) আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ঐতিহাসিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেছে। দুই দিনব্যাপী মাহফিলে, বিজ্ঞ উলামায়ে কেরাম, ইসলামি স্কলার ও মুফাস্সিরগণ কোরআন মজিদ থেকে তাফসির পেশ করবেন এবং কোরআন সুন্নাহর দিক নির্দেশনা তুলে ধরবেন বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। গতকাল বুধবার নগরীর মোমিন রোড কার্যালয়ে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আনজুমানে খোদ্দামুল মুসলেমীন সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের ট্রাস্টি স উ ম আবদুস সামাদ, স ম ইব্রাহীম, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার।
তাফসিরুল কোরআন মাহফিলের আগে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে শানে মুস্তফা (দ.) মাহফিল। কাল শুক্রবার বাদে জুমা থেকে এবং ১১ জানুয়ারি বাদে জোহর থেকে তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এম সোলায়মান ফরিদ, সাইফুদ্দিন আলকাদেরী, রেজাউল করিম তালুকদার, মুহাম্মদ আবদুর রহিম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, নাছির উদ্দিন মাহমুদ, করিম উদ্দিন নূরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, গিয়াস উদ্দিন নেজামী, এম মহিউল আলম চৌধুরী, আ ব ম খোরশিদ আলম খান, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাওলানা আবদুন্নবী আলকাদেরী, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, মুহাম্মদ শাহজাহান, আলমগীর ইসলাম বঈদী, ইয়াসিন রানা সোহেল, আবদুল করিম সেলিম, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী, সৈয়দ সালাউদ্দিন খোকন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।