তাপস স্মৃতি সংসদের মানববন্ধন

খুনিদের গ্রেপ্তার দাবি

চবি প্রতিনিধি | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ কর্মী তাপস হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ‘শহীদ তাপস স্মৃতি সংসদ’। গত সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা এই মানববন্ধন করে। তাপস স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক মির্জা খবির সাদাফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউল হক রুবেল, তাপস স্মৃতি সংসদের আহ্বায়ক শফিকুল ইসলাম, সুমন নাসির, আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি, খন্দকার রফিক প্রমুখ। বক্তারা বলেন, যদি তাপস হত্যায় অভিযুক্তদের সুষ্ঠু বিচার, বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং আইনের আওতায় আনা হত তাহলে ক্যাম্পাসে কোনো সংঘর্ষ হতো না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই পক্ষ সিএফসি ও ভিএঙ এর মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নিহত হয় সিএফসি পক্ষের কর্মী ও সংস্কৃতি বিভাগের ১৩-১৪ সেশনের শিক্ষার্থী তাপস সরকার।

পূর্ববর্তী নিবন্ধসিএসইকে ইনভেস্টর’স ফোরামের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধমানবিকযোদ্ধা পদক পেলেন সাইফুর রহমান