তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি দিল্লিতে রেড অ্যালার্ট

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

চলতি শীতের সবচেয়ে হিমেল সকাল দেখল ভারতের দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল, সেখানে পারদ নেমেছে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সকালে নগরীটিতে তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি শীত ঋতুতে দিল্লির স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৮ ডিগ্রি থেকেও কম। এই নিয়ে চলতি শীতে দ্বিতীয় দিনের মতো সবচেয়ে হিমেল সকালের রেকর্ড হল দিল্লিতে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। খবর বিডিনিউজের। হিমেল আবহাওয়া ও ঘন কুয়াশর কারণে দেশটির আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও এনসিআরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে। শুক্রবার রাতে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি ও এনসিআর একটি শৈত্য প্রবাহের কবলে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ানে জিতেছেন স্বাধীনতার পক্ষের লাই চিং-তে
পরবর্তী নিবন্ধআড়াই হাজার বছর আগেই ছিল আমাজনে নিউইয়র্কের মতো শহর!