তাপমাত্রা কমলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই চট্টগ্রামে

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:০৬ পূর্বাহ্ণ

ধীরে ধীরে তাপমাত্রা কমলেও চলতি শীত মৌসুমে চট্টগ্রামে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। অর্থাৎ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা নেই। চট্টগ্রাম সমুদ্রের নিকটবর্তী হওয়ায় চলতি শীতে এখানে শৈত্যপ্রবাহ তেমন একটা নামবে না। তবে তাপমাত্রা কিছুটা কম থাকবে। চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ দৈনিক আজাদীকে এই তথ্য জানান।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আবার তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।
চট্টগ্রাম আবহাওয়া অফিস শুক্রবার সন্ধ্যা ৬ টার স্থানীয় পূর্বাভাসে জানায়, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন ধরণের এবং অন্যত্র হালকা থেকে মাঝারি
ধরণের কুয়াশা বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.০ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবার গ্রেপ্তারের পর কারাগারে সংগ্রহ করেন সদস্য
পরবর্তী নিবন্ধগতি বাড়াতে চলতি মাসেই লঞ্চটিতে লাগে নতুন ইঞ্জিন