তাপপ্রবাহে ব্রিটেনে গলে গেল ট্রেন সিগন্যাল

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৭:০৫ পূর্বাহ্ণ

প্রচণ্ড গরমে রাস্তার পিচ গলতে দেখা যায় বহু জায়গায়। কিন্তু এবার গরমের কারণে ব্রিটেনে ট্রেনের সিগন্যাল গলে গিয়েছে। ছবিটি দিয়েছে সে দেশের ন্যাশনাল রেলওয়ে। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। গরমে হাঁসফাঁস করছেন ব্রিটেনের মানুষ। তার মধ্যেই এই ছবি প্রকাশ্যে এলো।

এক দিকে গরম, অন্য দিকে দাবানল-এই দুই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়ছে ব্রিটেন-সহ গোটা ইউরোপ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুধু ব্রিটেনেই তাপপ্রবাহে মৃত্যু হয়েছে ১৩ জনের।

পূর্ববর্তী নিবন্ধসুনক নয়, শেষ হাসি হাসতে চলেছেন লিজা
পরবর্তী নিবন্ধগিনেজ বুকে নাম লেখালেন হাটহাজারীর আয়মান