একটা উড়ন্ত শাদা বক
সাধারণ দুপুরের ঠোঁটে চেপে উড়ে যাবে
তোমার বিষণ্ন সন্ধ্যের কাছে–
মুখ ঘষে দেবে
পাঁজরে জড়াবে
সুরম্য চাদরে এঁকে দেবে দুটো চঞ্চল
চড়ুইর ঠোঁট।
স্তব্ধ আঁধারিয়ার বেড়াজাল পেরিয়ে
মায়াজাল ছড়াবে আহ্লাদী ইচ্ছে।
ঈশানের আগুন
বৃষ্টি কিংবা প্রবল বাতাস
নত হবে রঙিন সভ্যতার কাছে।
মাতাল অন্তরঙ্গ ঘ্রাণের উল্লাস কী সবাই পায় বলো?
ভেজা তনুতে আজ শুধু ঘাম
তবু– বৃষ্টি আসুক, আগুন নিভুক, থামুক দহন।