তানিয়া রবের সম্পদ স্বামী আ স ম রবের ১৪ গুণ

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর৪ আসনে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় সমাজতান্ত্রিক দলজেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব তার স্বামী দলের সভাপতি আ স ম আবদুর রবের চেয়ে প্রায় ১৪ গুণ সম্পদের মালিক। তার বার্ষিক আয়ও স্বামীর কয়েক গুণ। পেশায় ব্যবসায়ী তানিয়ার বছরে আয় ৮২ লাখ ৯২ হাজার ১১ টাকা। তার রয়েছে ১৪ কোটি ৮ লাখ ৯ হাজার ৮৮৭ টাকার সম্পদ। খবর বিডিনিউজের।

তার স্বামী রবের বছরে আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা, তার মোট সম্পদের মূল্যমান ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকা। তানিয়া রবের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য দেওয়া হয়েছে।

একাত্তরে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উড়ানো ডাকসুর সাবেক ভিপি আবদুর রবের সহধর্মিণী তানিয়া রামগতি উপজেলার চরবাদাম গ্রামের প্রয়াত আলী আজমের বাড়ির বাসিন্দা। তার নির্বাচনি এলাকা রামগতি ও কমলনগর।

হলফনামায় তানিয়া লিখেছেন, তিনি পেশায় ব্যবসায়ী। তার অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংক হিসাবে ২ লাখ ৪৮ হাজার ৯৬১ টাকা এবং বন্ড, ঋণপত্র ও শেয়ারে বিনিয়োগ রয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তার ৪৫ লাখ টাকা আমানত ও বিনিয়োগ রয়েছে। তার দুটি গাড়ি রয়েছে, যার মূল্য ৬১ লাখ ৬৫ হাজার টাকা। স্বর্ণসহ মূল্যবান ধাতুর ৫০ ভরি গহনা ও ১০ লাখ টাকার আসবাবপত্র রয়েছে জেএসডির এই প্রার্থীর, এসব সম্পদের অর্জনকালীন মূল্য ৬ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৯৬১ টাকা।

তানিয়া রবের স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৩৩ টাকা মূল্যের আবাসিক বা বাণিজ্যিক ভবন। বাড়িসহ স্থাবর সম্পত্তির ভাড়া থেকে তার বার্ষিক আয় ১৪ লাখ ৭২ হাজার ২২৬ টাকা। আর ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান থেকে বছরে আসে ৬৮ লাখ ১৯ হাজার ৭৮৫ টাকা। তিনি সবশেষ ২৩ লাখ ২০ হাজার ৭০৮ টাকা আয়কর দিয়েছেন। জেএসডি সিনিয়র সহসভাপতি তানিয়ার স্বামী শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে মন্ত্রিসভার ঠাঁই পাওয়া আবদুর রবের বার্ষিক আয় ২৫ লাখ ৯৯ হাজার ৭৬০ টাকা। পেশায় ব্যবসায়ী এই নেতার স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪০৩ টাকার সম্পদ রয়েছে। স্নাতক ডিগ্রিধারী তানিয়া রব হলফনামায় বলেছেন, তাদের তিন ছেলের একজন পিএইচডি গবেষক, আরেকজন মিডিয়া কোঅর্ডিনেটর, আর অপরজনের পেশা চাকরি। উত্তরার ঠিকানায় থাকা এই রাজনীতিকের বিরুদ্ধে কোনো মামলা নেই।

পূর্ববর্তী নিবন্ধএ্যানির বছরে আয় ৪৭ লাখ, সম্পদ প্রায় ৪ কোটি টাকার
পরবর্তী নিবন্ধধর্মীয় স্থাপনাগুলো স্থাপিত হয় শান্তির বার্তা ছড়াতে