তানসীর-রিমার হাতে টেনিসের রেকেট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

টেনিস এই দেশে অপ্রচলিত একটি খেলা। বিশেষ করে সৌখিন মানুষরা টেনিস খেলে। দেশের পাঁচ তারকা মানের হোটেল, সৌখিন ক্লাব আর স্বশস্ত্র বাহিনীগুলোর টেনিস কোর্ট রয়েছে। বলা যায় টেনিস খেলাটা তাদের মধ্যেই সীমাবদ্ধ। তবে দেশে বাংলাদেশ গেমস কিংবা আন্তর্জাতিক গেমসগুলোতে এই ইভেন্টটি খেলা হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা যে ৩০ টি সাব কমিটি ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছে টেনিসও। প্রায় একযুগ আগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় সবশেষ টেনিস খেলার আয়োজন করা হয়েছিল। এরপর আর টেনিস কোর্টে বল গড়ায়নি। এরইমধ্যে কয় বছর আগে এম এ আজিজ স্টেডিয়ামের সামনের মাঠে জিমনেসিয়ামের পাশে একটি টেনিস কোর্ট নির্মানের চেষ্টা হলেও তা আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দীর্ঘদিন পর আবার টেনিস কোর্টে বল গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিজেকেএস। আর এই ইভেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে দুই নতুনকে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে সৈয়দ মোহাম্মদ তানসীরকে। আর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাহেলা আবেদীন রীমাকে। এই দুই নতুনের হাত ধরে টেনিস আবার মাঠে গড়াবে তেমন প্রত্যাশা ক্রীড়াঙ্গনে। কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসীর জানান একেতো খেলাটা আমাদের কাছে তেমন পরিচিত না। নেই অবকাঠামোও। খেলার মত লোকের সংখ্যাও কম। তারপরও এই ইভেন্টটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সাগরিকাস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা টেনিস কমপ্লেক্স পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সিজেকেএস। সেখানে ইতোমধ্যে একটি কোর্টকে বাস্কেটবল কোর্টে পরিণত করা হচ্ছে। আরেকটি কোর্টকে টেনিসের জন্য তৈরি করার অনুরোধ জানাব জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের কাছে। যাতে সেখানে আমরা খেলাগুলো আয়োজন করতে পারি। তিনি জানান যেহেতু খেলাটি একটি সৌখিন খেলা প্রথম দিকে আমাদের খেলোয়াড় সংকট হতে পারে। তবে ক্রমশ চর্চা হতে থাকলে সে সংকট কেটে যাবে বলেও মনে করেন তিনি। এছাড়া যেহেতু আমাদের পাশে চিটাগং ক্লাবের কোর্ট রয়েছে আর আগ্রাবাদে অফিসার্স ক্লাবের কোর্ট রয়েছে সেখানেও আমরা তাদের সাথে সমঝোতা করে খেলা পরিচালনা করতে পারব। আর তাদের কাছ থেকে খেলোয়াড়ও পাব বলে আশা করছি। যেহেতু এক রকম অপরিচিত ইভেন্ট এটি তাই আমাদের প্রথম কয়েক বছর সমস্যা হবে। আশা করছি পরে সেটা কাটিয়ে উঠতে পারব। কমিটির সম্পাদক সাহেলা আবেদীন রীমাও সুর মেলালেন কমিটির চেয়ারম্যানের সাথে। তিনি বলেন আমাদের হয়তো প্রথমে একটু কষ্ট হবে। পরে আশা করছি ঠিক হয়ে যাবে। আমরা শীঘ্রই বসে একটি পরিকল্পনা গ্রহন করব। আশা করছি সবাই মিলে প্রচেষ্টা চালালে সফল হতে পারব। কমিটিতে কিছু এঙপার্ট মানুষ রয়েছে যাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টেনিসকে জনপ্রিয় করা সম্ভব বলে মনে করছেন তানসীররীমা জুটি। সিজেকেএস টেনিস সাব কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে আমিনুল হক, ইবাদুল হক লুলু, মো. শাহ আলম, মো. হুমায়ুনকে। যুগ্ম সম্পাদক করা হয়েছে রায়হান উদ্দিন রুবেল, ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, এনামুল হককে। সদস্য হিসেবে রয়েছেন এস এম শহীদুল ইসলাম, সামিউল হাসান রুমন, আরিফ আহমেদ চৌধুরী, আসাদুজ্জামান খান, সাহেদ সাকি, আশরাফুজ্জামান, আবদুল্লাহ আল মামুন এবং আকতার পারভেজ হিরো। এখন দেখার অপেক্ষা এই কমিটি টেনিসকে কতটা এগিয়ে নিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমেয়েদের হকিতে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসুপার এইটে গেলে যে সুবিধা পাবে বাংলাদেশ