তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা চট্টগ্রাম শাখার উদ্যোগে গতকাল বুধবার শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ্‌ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ড. আতিক উল্লাহ, ..ম রাশিদুল ইসলাম সায়েম, . শফিউল্লাহ কুতুবী, মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমান, সফিউল আলম, ফজলুল কাদের জাভেদ সহ মাদরাসার শিক্ষকশিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, আমাদের প্রত্যক শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু পাঠ্য পুস্তকের পড়া পড়লেই হবে না, সেই সাথে পাঠ্য পুস্তকের বাইরে জ্ঞানমূলক বই পড়ে নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা আর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আলোকিত মানুষ গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত তানযীমুল উম্মাহ্‌ মাদরাসা। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।

প্রধান বক্তা ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক গড়ে তুলতে পারলে, তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় তরুণীর মৃত্যু নিয়ে রহস্য
পরবর্তী নিবন্ধসাবেক শিল্পমন্ত্রী হুমায়ূন গ্রেপ্তার