তানভীর এবং ইমনের ওয়ানডে অভিষেক

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুজন ক্রিকেটারকে অভিষেক ঘঠিয়েছে বাংলাদেশ। যাদের একজন উদ্বোধনী ব্যাটার পারভেজ হোসেন ইমন আর অন্যজন স্পিনার তানভীর ইসলাম। বাংলাদেশের ১৫১ তম ক্রিকেটর হিসেবে ওয়ানডে অভিষেক হয়েছে চট্টগ্রামের ছেলে পারভেজ হোসেন ইমনের। এর আগে টিটোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে খেললেও ওয়ানডেতে গতকাল প্রথম নেমেছেন দলের হয়ে। কিন্তু অভিষেকটা সুখকর হয়নি ইমনের। দারুন শুরু করেও ১৬ বলে ১৩ রান করে ফিরেছেন ইমন। মেরেছেন ৩টি চার। এরই মদ্যে দেশের হয়ে ১২টি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন ইমন। একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ রান করেছেন এই ওপেনার ২৬৬। অপরদিকে বরিশালের ছেলে স্পিনার তানভীর ইসলাম দেশের ১৫২ তম ক্রিকেটর হিসেবে ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছেন। তার অভিষেকও তেমন সুখকর হয়নি। ১০ ওভার বল করে ৪৪ রান খরচায় পেয়েছেন এক উইকেট। ইমনের মত তানভীরও দেশের হয়ে টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৬ ম্যাচ থেকে ৪টি উইকেট নিয়েছেন তানভীর টিটোয়েন্টিতে।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে ৭ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধএনজিএইসএস রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট ১২ জুলাই শুরু