তানভীরের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সহযোদ্ধা তানভীর : রাফি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ আগস্ট, ২০২৪ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফের বিষয়ে ‘ভুয়া সমন্বয়ক’ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সহযোদ্ধা। এ কথা জানিয়েছেন ওই আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তানভীরের ওপর দুষ্কৃতকারীরা হামলা করেছে জানিয়ে এর বিচারও দাবি করেছেন তিনি। গত রবিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যবহৃত ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন খান তালাত মাহমুদ রাফি। এ সময় রাফি বলেন, আমাদের মধ্যে দুষ্কৃতকারীরা প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, এটা ভবিষ্যতেও করবে। সেই জায়গা থেকে আপনারা সবাই সচেতন থাকবেন। রোববার একটা ঘটনা ঘটেছে, অনেকেই বলাবলি করছে যে আমার ওপর হামলার সম্ভাবনা ছিল, বুঝে ওঠার আগেই সবাই মিলে আমাকে রক্ষা করেছে। আমাদের একজন সমন্বয়ক তানভীর শরীফ। তার ওপর হামলা করা হয়েছে, এটা সেই উসকানিদাতা দুষ্কৃতকারীদের মাধ্যমে হয়েছে। দ্রুতই তানভীরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, তানভীর শরীফকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সে শুরু থেকেই আন্দোলনে আমাদের সঙ্গে ছিল, আমাদের একজন সম্মুখ সহযোদ্ধা সে। চট্টগ্রাম কলেজের সমন্বয়ক সে। তার ওপর হামলা হয়েছে, এটার সুষ্ঠু তদন্ত হচ্ছে। যে বা যারা উসকানি দিয়ে তার ওপর হামলা করেছে, দ্রুতই তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধছাত্র জনতাকে সাথে নিয়ে দেশ সাজাতে প্রশাসন কাজ করবে : ডিসি
পরবর্তী নিবন্ধপদত্যাগ করলেন চবির উপাচার্য ও দুই উপ-উপাচার্য