তানজিম উইকেট পেলেও হেরেছে গায়ানা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে তানজিম হাসান সাকিবের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ভিক্টোরিয়ার কাছে ৪ উইকেটে হেরেছে তারা। প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় গায়ানা। ওপেনিংয়ে নেমে ৩৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রান করে মঈন আলী। এছাড়া ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪০ রান আসে শেই হোপের ব্যাট থেকে। ভিক্টোরিয়ার হয়ে দুটি উইকেট নেন জ্যাকসন স্মিথ। তাড়া করতে নেমে ৯ ওভারের ভেতর ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভিক্টোরিয়া। কিন্তু স্কট এডওয়ার্ডস (৩১) ও কারিমা গোরের (২৬) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা। তানজিম ৪ ওভার বোলিংয়ে ৩৪ রান খরচ করে একটি উইকেট উইকেটের দেখা পান। এডওয়ার্ডসকে বোল্ড করেন ডানহাতি এই পেসার। এছাড়া অধিনায়ক ইমরান তাহির নেন দুটি উইকেট।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানেই হারলো শ্রীলংকা