চট্টগ্রাম মহানগর যুবলীগের সদ্য বিদায়ী আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চুর পিতা মরহুম এইচ এম হারুনের ৩য় মৃত্যুবাষির্কী উপলক্ষে আমানত শাহ (রা.) দরবার প্রাঙ্গণে তানজিমুল মুসলীমীন এতিমখানায় কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে।
শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাফায়েত হোসেন খোকা, এড. মো. নোমান চৌধুরী, এহছানুল আজিম লিটন, সরোয়ার জাহান, মো. শাহ আলম, নগর যুবলীগের সদ্য বিদায়ী সদস্য সাইফুল ইসলাম, মাসুদ রেজা, আবু সাইদ জন, নূরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, আবদুর রাজ্জাক দুলাল, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, রতন মল্লীক, আলমগীর আলম, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আমানত উল্লাহ ডিউক, সাইফুর রহমান রাজু, আফতাব উদ্দিন রুবেল, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শফিকুল হাসান রিপন, যুবলীগ নেতা আবু নাসের চৌধুরী আজাদ, মো. হেলাল, মো. ছাগীর, মো. খান হিরু, মো. জুয়েল, এড. রবি সৈয়দ, সাইফুল করিম, ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, জাহেদ, আরঙ্গজেব, মিল্টন, রবিন, রজেন, সুমন, বাপ্পী, মো. রুবেল, আরিফ, খোরশেদ আলম, কায়ছার আহমেদ রাজু, ইমরান আহমেদ শাওন, এরশাদ, মো. ওয়াহিম, আকাশ, মাসুূদ, সোহাগ প্রমুখ।