চট্টগ্রামের চন্দনাইশ দিয়াকুল নবরত্ন বৌদ্ধ বিহারের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে আনন্দ মিত্র বড়ুয়াকে আহবায়ক এবং বাবু সবুজ বড়ুয়াকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১০ জুলাই বিহারের দায়ক দায়িকাদের উপস্থিতিতে এ উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় এই আহবায়ক কমিটি কঠন করা হয়। বিহারাধ্যক্ষ সুমনালঙ্কার ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন সাবেক বিহার কমিটির সহ সাধারণ সম্পাদক নোবেল বড়ুয়া।
সভায় বিহারের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন -আনন্দমিত্র বড়ুয়া, সবুজ বড়ুয়া, আনন্দ বড়ুয়া, নোবেল বড়ুয়া, রয়েল বড়ুয়া, খোকন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, জুয়েল বড়ুয়া, অমল বড়ুয়া। এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন ঢাকা থেকে মৃদুল বড়ুয়া, ওমান প্রবাসী বাবু-আশীষ বড়ুয়া, খাগড়াছড়ি থেকে প্রিয়মল বড়ুয়া, রংপুর থেকে সেজ বড়ুয়া, ওমান প্রবাসী অভি বড়ুয়া, পলাশ বড়ুয়া, ফ্রান্স প্রবাসী পিয়াল বড়ুয়া, রাসেল বড়ুয়া এবং কক্সবাজার এসআই সরোজ বড়ুয়া।