একের পর এক প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘অ্যাপোনিয়া’র শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ থেকে শুরু করে এখন প্রাণনাশের হুমকিসহ নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। খবর বাংলানিউজের।
এই ধারাবাহিক অভিযোগের প্রথমটি আসে অ্যাপোনিয়ার পক্ষ থেকে। শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ তুললে গত ২২ অক্টোবর তিশাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। এতে ক্ষতিপূরণসহ সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে সাত দিনের সময় দেওয়া হয়। তবে নির্ধারিত সময়েও তিশা কোনো সাড়া না দেওয়ায় গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় মামলা করেন মো. আমিনুল ইসলাম। সিআর মামলা নম্বর–৯৬২/২০২৫।
আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার আবেদন করা হলে মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ডিবির এসআই বিনয় বলেন, তিশাকে নোটিশ পাঠানো হয়েছে। সাড়া না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের রেশ কাটতে না কাটতেই তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে গুলশান থানায় জিডি (নম্বর–৯৮৫) করেন আরেক নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী। হুমকির অডিও ক্লিপও প্রকাশিত হয় গণমাধ্যমে। প্রতিবেদকের কাছেও আরও কিছু অডিও সংরক্ষিত আছে বলে জানা গেছে।











