তানজানিয়ার প্রেসিডেন্টের মৃত্যু

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মারা গেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভেশনে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান জানান, বুধবার দেশটির বৃহত্তম শহর দার এস সালামের একটি হাসপাতালে হার্টের জটিলতায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬১ বছর।
বিবিসি জানিয়েছে, মাগুফুলিকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে প্রকাশ্যে দেখা যায়নি, এ সময় তার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে গত সপ্তাহে বিরোধী দলীয় রাজনীতিকরা জানিয়েছিলেন, কিন্তু তা নিশ্চিত করা হয়নি। খবর বিডিনিউজের।
করোনা ভাইরাস নিয়ে সংশয়ে থাকা আফ্রিকার অন্যতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন মাগুফুলি। ভাইরাসটি ঠেকাতে তিনি প্রার্থনা ও ভেষজের বাষ্প গ্রহণের থেরাপি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
ভাইস প্রেসিডেন্ট হাসান বলেন, প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ১৪ দিন ধরে শোক পালন করা হবে এবং এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তানজানিয়ার সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট হিসেবে হাসানের শপথ নেওয়ার কথা এবং মাগুফুলির পাঁচ বছর মেয়াদের বাকি সময় তারই দায়িত্ব পালন করার কথা।

পূর্ববর্তী নিবন্ধহেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আফগান সামরিক বাহিনীর ৯ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধপুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্য দূতকে ডেকে পাঠাল রাশিয়া