তাদের বিস্তার কতটুকু কতদূর পর্যন্ত?
এদেশে আর কোন কোন দেশে?
তাদের কি কোনো সুকুমার বৃত্তি নেই?
তাদের কি দ্বিধা হয় না ‘রক্ত গঙ্গা হাতে’?
হ্যাঁ, আমি সেই প্রতিহিংসা পরায়ণতায়
অপরাধ প্রবণতার কথা বলছি –
যার জন্ম সৃষ্টির আদিতে!
আমি সেই আদিম ক্রোধ, হীনম্মান্যতায় নিমর্জিত
মনুষ্যত্বহীনতায় কর্মকান্ডের কথা বলছি –
যার লেলিহান শিখায় দগ্ধ হয়ে চলেছে মানুষ!
আমি বলছি- সেই পশুদের কথা,
যারা পৃথিবীর সমস্ত প্রগতিশীলতাকে
স্তব্ধ করে দিতে চায়!
যারা মানুষে মানুষে সৃষ্টি করে –
নারী পুরুষের ভিন্ন দৃষ্টিভঙ্গি ও হানাহানি
লঘিষ্ট আর গরিষ্টের ভ্রান্ত ধারণা।
‘ওরা’ যারা মার বুক হতে সন্তান কেড়ে নেয়
হীনস্বার্থ চরিতার্থ করার লালসে!
তাদের মননশীলতার চরম অবক্ষয়ে –
নৈতিকতার স্থলন সৃষ্টি করে
বিশ্বকে নিজেদের পদানত রাখার প্রয়াসে!
আমি তাদের অভিশাপ দিই যেন,
সেই অবক্ষয় তাদেরকেই আঁকড়ে ধরে আষ্টেপৃষ্টে।
‘হে-সর্বশক্তিমান, তাদের বিনাশ হোক
তোমার প্রবল আক্রোশে’।