তাদের ফাঁদে পা দেব না : ফখরুল

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে ফাঁদ পাতা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ফাঁদ পাতছে যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি। এমন একটা অবস্থা তৈরি করেছে যেন গণতন্ত্রের উত্তরণ ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না।

আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ, আমাদের নেত্রীর নির্দেশিত পথসেই পথ ধরে গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। পৃথিবীর ইতিহাসে বিএনপির মত এত ত্যাগ কেউ স্বীকার করেছে কিনা তা জানা নেই। ২০ হাজার নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এতকিছুর পরও বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একবারের জন্যও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি। গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের এক অনুষ্ঠানে কথা বলছিলেন বিএনপি মহাসচিব। খবর বিডিনিউজের।

তিনি বলেন, ফাঁদ পাতা হচ্ছে, কিন্তু আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না। গণতন্ত্রের উত্তরণের পথ বাঁধাগ্রস্ত করতেই এমনটা অরা হচ্ছে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মূলত ফেব্রুয়ারিতে নির্বাচনের যেন না হয়, সেই জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ লড়াই করে বেঁচে থাকে। এখন যারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কথা বলছেন, এককভাবে দাবি করছেন, আসলে এই আন্দোলনের কৃতিত্ব জনগণের। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায়। সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে বিএনপির ভাইসচেয়্যারম্যান আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, যুগ্মমহাসচিব হাবীব উন নবী সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ১৪ কোটি ৬৩ লাখ টাকা ঋণ খেলাপি মামলায় জাবেদকে শোকজ
পরবর্তী নিবন্ধঢাকায় বসে ১০ জন লোক জনগণের ভাগ্য ঠিক করতে পারবে না : খসরু