নতুন একটি নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ। নাটকের নাম ‘পরগাছা’। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। চঞ্চল ও মৌসুমী ছাড়াও এতে অভিনয় করেছেন অথৈ, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ। চঞ্চল বলেন, এটি বেশ সুন্দর গল্পের একটি নাটক। আমার নিজেরও ভালো লেগেছে কাজ করে। দর্শকও পছন্দ করবে বলেই বিশ্বাস। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের ২য় দিন রাত ৯টা ৩৫ মিনিটে।