বিএনপির এমপিদের পদত্যাগের যে হুমকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন, তাতে আমলে নেওয়ার মতো কিছু দেখছেন না ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তাদের হুমকির কী আছে। তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? সাতজন। সাতজন পদত্যাগ করলে সংসদ কি অচল হয়ে যাবে?
গতকাল আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলনের এক প্রস্তুতি সভার পর তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। বিএনপি কী করবে, সেটা তাদের সিদ্ধান্ত মন্তব্য করে কাদের বলেন, এটা আমাদের বিষয় না। হারাধন গেলেও কী, না গেলেও কী, নির্বাচনের এক বছর বাকি। এখনও অনেক সময় (নির্বাচনের)। এর মধ্যে কত কিছু ঘটে যাবে। নাটকের পর নাটক। বিএনপি তো রঙ্গে রঙ্গে নাটক দেখায়। খবর বিডিনিউজের।
শনিবার রংপুরের গণসমাবেশে তত্ত্বাবধায়ক ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আবারও তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের পার্টি সিদ্ধান্ত দিলে দলীয় সংসদ সদস্যরা যে কোনো মুহূর্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন। সাত সংসদ সদস্যের নাম উল্লেখ করে ফখরুল বলেন, তারা প্রস্তুত আছেন পদত্যাগ করার জন্য।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল কাদের বলেন, গতবারও (নির্বাচনে) আসবে না, আসবে না… পানি ঘোলা করে শেষ পর্যন্ত ঠিকই এসেছে। পরিস্থিতি কোথায় গড়ায় দেখুন। পদ্মা মেঘনা যমুনা মধুমতির জল। এই জল গড়িয়ে যাবে অনেক দূর। জল যাবে মিশে বঙ্গোপসাগরের সঙ্গে। কাজেই অপেক্ষা করুন। সময়ে অনেক কিছু বদলায়।
দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর দলের জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল ওই সম্মেলনের প্রস্তুতি সভায় সহযোগী সংগঠনগুলোর সম্মেলন নিয়ে জানতে চান সাংবাদিকরা। উত্তরে কাদের বলেন, সহযোগী ভাতৃপ্রতীম সংগঠন, এগুলোর সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত আমাদের সভাপতি দিয়েছেন। এ ব্যাপারে আমরা কো-অর্ডিনেট করছি। কখন সম্মেলন হবে… নেত্রীকে তারা (সহযোগী সংগঠনগুলো) চান। তাই নেত্রীর সময়ের সঙ্গে মিলিয়ে তারিখগুলো আমরা দিয়ে দেব। সিদ্ধান্ত হয়ে গেছে। জাতীয় সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ অনেকগুলো সম্মেলন হবে। এগুলো আমরা করে ফেলব। ভাতৃপ্রতীম সহযোগী সব সংগঠনিক সম্মেলন হবে জাতীয় সম্মেলনের আগে।