তাজুলের স্বপ্নকে হত্যা করা যায়নি

আলোচনা সভায় টিইউসি নেতৃবৃন্দ

| মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

৩৭তম শহীদ তাজুল দিবস ছিল গতকাল। এ উপলক্ষে গতকাল সকালে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী।
আলোচনা করেন বিআইডব্লিউটিসির প্রাক্তন শ্রমিক নেতা আহসান হাবিব লাভলু, টিইউসি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, যুগ্ম সম্পাদক দিলীপ নাথ, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্‌ জাহিদ, নুরুচ্ছাফা ভুঁইয়া, রেলশ্রমিক নেতা সাদেক আহমদ চৌধুরী, বন্দর স্টিভিডোরিং শ্রমিক নেতা আহমদ নূর, মো. লিটন মিয়া, হোটেল শ্রমিক নেতা মো. মোস্তফা। সংহতি বক্তব্য দেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা অমৃত বড়ুয়া। সভায় বক্তারা পাট, চিনিসহ দেশীয় শিল্প বিলুপ্তকরণের পথ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, স্বৈরশাসক এরশাদের পেটোয়া বাহিনী শহীদ তাজুলকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু তাজুলকে হত্যা করা সম্ভব হলেও তার স্বপ্নকে হত্যা করা সম্ভব হয়নি। শহীদ তাজুলের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সারা দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি তপন দত্ত। বক্তব্য দেন টিইউসি নেতা মীর মো. ইলিয়াস, ইফতেখার কামাল খান, মো. পারভেজ, আব্দুর রহিম, মিজানুর রহমান, মো. হানিফ, প্রদীপ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দুই ফার্মেসিকে জরিমানা
পরবর্তী নিবন্ধ৩৯ নং ওয়ার্ডে বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন